খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের ছবি ‘৭১-এর সংগ্রাম’। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার বসছে উৎসবের ২১তম আসর। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মনসুর আলী পরিচালিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমীন রুহী। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘৭১-এর সংগ্রাম’ ২০১৪ সালে মুক্তি পেয়েছিল। এতে রুহীর বিপরীতে অভিনয় করেন আমান। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা অনুপম খের। এর আগেও ছবিটি বেশ কয়েকটি উৎসবে অংশ নিয়েছে। রুহী বলেন, ‘ছবিটি উৎসবের নেটপ্যাক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, এটা আমাদের জন্য আনন্দের। এই বিভাগটি মূলত এশিয়ার সেরা ছবির জন্য নির্বাচিত বিভাগ।’