খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: ড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ভারতীয় বাংলা ধারাবাহিক ‘জলনূপুর’-এর জনপ্রিয় অভিনেতা পীযুষ গঙ্গোপাধ্যায়। ৫০ বছর বয়সী এই অভিনেতা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও চরিত্রাভিনেতা হিসেবে সুপরিচিত ছিলেন। পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার জানায়, মঙ্গলবার হাওড়ার রেইলওভার ব্রিজে তার প্রাইভেট কারের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। পীযূষের মাথা, পাঁজর ও বুকে আঘাত লাগে, এর মধ্যে পাঁজরের আঘাত গুরুতর ছিল। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পরে তাকে কলকাতার বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত চার দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, রক্তচাপও কম ছিল, সেই সঙ্গে বেশ কয়েকটি অঙ্গ ঠিক মতো কাজ করছিল না। এক চিকিৎসকের বরাত দিয়ে আনন্দবাজার বলছে, পীযূষের ডান হাত, ডান পা এবং বুকের ডান দিকের পাঁচটি পাঁজর ভেঙে গিয়েছিল। প্রচুর রক্তপাত হওয়ায় এবং হাড় ভেঙে অস্থিমজ্জা রক্তে মিশে যাওয়ায় রক্তে সংক্রমণ বেড়ে যাচ্ছিল। মঙ্গলবার বিকালে হাওড়া জেলার সাঁতরাগাছি সেতুতে মেদিনীপুরগামী একটি লরির সঙ্গে পীযূষের গাড়ির সংঘর্ষ হয়। গাড়িটি পীযূষ নিজেই চালাচ্ছিলেন। আহত শিল্পীকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী অরূপ রায় এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। মঞ্চ, টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায় অঞ্জন দত্ত পরিচালিত ‘ব্যোমকেশ’ সিরিজ, ‘আবর্ত’, ‘গয়নার বাক্স’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ তাকে দেখা যায়, সন্দীপ রায় পরিচালিত ‘চার’ সিনেমায়। এছাড়া ‘জলনূপুর’সহ বিভিন্ন ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছিলেন।