খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে (১৩ নভেম্বর) মুক্তি পাবে মেহের আফরোজ শাওন পরিচালিত চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। সেভাবেই পরিকল্পনা সাজানো হয়েছিল। কিন্তু দৃশ্যধারণের শেষভাগে এসে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সিনেমাটির অন্যতম অভিনেতা রিয়াজ। বন্ধ হয়ে যায় দৃশ্যধারণ।
রিয়াজ বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন। চিকিৎসক বলেছেন, ছয় মাসের বিশ্রামে থাকতে হবে। এ দিকে এগিয়ে আসছে মুক্তির তারিখ। তবে ‘কৃষ্ণপক্ষ’ টিম আশাবাদী দ্রুতই শুটিংয়ে ফিরতে পারবেন রিয়াজ।
এ প্রসঙ্গে ‘কৃষ্ণপক্ষ’র প্রধান সহকারী পরিচালক জুয়েল রানা বলেন, “আমরা আশাবাদী রিয়াজ ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে ‘কৃষ্ণপক্ষ’র শুটিংয়ে ফিরতে পারবেন। এখনো পর্যন্ত মুক্তি পেছানোর সিদ্ধান্ত হয়নি। সিনেমাটির ৯০ ভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে। রিয়াজ ভাইয়ের অংশের ৩০ ভাগ দৃশ্যধারণ বাকী আছে। দু-এক দিনের মধ্যে রিয়াজ ভাইয়ের সঙ্গে কথা বলে বুঝতে পারব। এই বিষয়ে দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত হবে।”
‘কৃষ্ণপক্ষ’র শুটিং চলাকালে ১৯ অক্টোবর রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। তাৎক্ষণিক উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। এনজিওগ্রামে রিয়াজের হৃদপিণ্ডে চারটা ব্লক ধরা পড়লে রিং পরানো হয়। এ্যাপোলো হাসপাতালে রিয়াজের চিকিৎসা তত্ত্বাবধানে ছিলেন ডা. সাহাবুদ্দীন।
ডা. সাহাবুদ্দীন বলেন, ‘আপাতত শঙ্কামুক্ত রিয়াজ। তবে তাকে ছয় মাসের বিশ্রামের পরামর্শ দিয়েছি। এখন তার উচিত হবে কোন ধরণের চিন্তা কিংবা চাপ না নেওয়া।’
এর আগে নাটক নির্মাণ করলেও ‘কৃষ্ণপক্ষ’ শাওন পরিচালিত প্রথম সিনেমা। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বাঁধছেন রিয়াজ ও মাহিয়া মাহি। আরও অভিনয় করছেন ফেরদৌস, তানিয়া, আজাদ আবুল কালাম ও মৌটুসী বিশ্বাস।