Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহির জন্মদিন 37মঙ্গলবার (২৭ অক্টোবর)। অথচ ফোনে পাওয়া যাচ্ছে না তাকে। শেষে এসএমএসের আশ্রয় নিতে হল। উত্তরে মাহি জানালেন, জন্মদিনটা আনন্দের নয় বেদনার। দিনটা একাকী কাটাতে চান।
ছোটবেলায় এমন একটি জন্মদিনেই প্রিয় বান্ধবী রূপালীকে হারিয়েছিলেন মাহি। স্কুলে পড়ার সময় বিদ্যুৎপৃষ্টে মারা যায় রূপালী। নিজের জন্মদিনে প্রিয় বান্ধবীকে হারানোর শোক আজও তাড়িয়ে বেড়ায় ‘পোড়ামন’ তারকাকে। তাই বান্ধবীর মৃত্যুদিনে নিজের জন্মদিন ঘটা করে পালন করতে চান না।
তবুও কাছের মানুষজন কখনো কখনো অতিরিক্ত ভালোবাসা থেকে জন্মদিন উদযাপন করেন। তবে মাহি চেষ্টা করেন এসব থেকে দূরে থাকতে। আবার কাছের মানুষের ভালোবাসার আবদার ফেরাতেও পারেন না। এবারের জন্মদিন একাকী কাটাবেন এমনটাই পরিকল্পনা।
জন্মদিনে সবার কাছে প্রিয় বান্ধবীর জন্য দোয়া চেয়েছেন মাহি। তিনি বলেন, ‘এটা খুবই কষ্টের যে নিজের জন্মদিনে আমারই প্রিয় বান্ধবী আমাকে ফাঁকি দিয়েছে।’
ঢাকাই চলচ্চিত্রে মাহির অভিষেক জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে। এরপর একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অভিনয় করেছেন ১৩টি চলচ্চিত্র। সর্বশেষ মুক্তি পেয়েছে ‘অগ্নি ২’। জাজের বাইরেও একাধিক সিনেমায় অভিনয় করেছেন মাহি।
নজরকাড়া গ্ল্যামার আর নান্দনিক অভিনয় নৈপুণ্যে মাহি হয়ে উঠেছেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান চিত্রনায়িকা। গত তিন বছর ধরে ঢাকাই সিনেমায় নিজেকে নাম্বার ওয়ান হিসেবে ধরে রেখেছেন। বর্তমানে অভিনয় করছেন মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ সিনেমায়। এর প্রায় ৯০ ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ হচ্ছে।
মাহির হাতে রয়েছে আরও দুটি সিনেমা। একটির নাম ‘ঢাকা এ্যাটাক’। অন্যটির এখনো নাম ঠিক হয় নি। নভেম্বরে শুরু হবে নতুন সিনেমার শুটিং।