Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: মোটা টাকার মাইনে পেশাগত কাজের প্রণোদনা বাড়ায়। এ 45কথা আমার নয় বলেছেন- বিখ্যাত পরিচালক আলফ্রেড হিচকক।
অর্থাৎ মোটা অংকের মাইনে নিজের কাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য অনেকাংশে বাড়িয়ে তুলে। এতে লাভ দুই তরফেরই হয়। যদিও ক্যারিয়ারের শুরুতে মোটা অংকের মাইনে প্রাপ্তির বাসনা কিছুটা হলেও অলীক!
তবে জীবনের প্রথম উপার্জনের বিষয়টি খুবই স্পর্শকাতর। তা আপনি যে ক’টাকাই উপার্জন করুন না কেন। বলিউডে অনেক তারকা রয়েছেন- যারা এখন সুপারস্টার।
তারা এখন রোজগার করেছেন কোটি কোটি টাকা। তবে এদের শুরুটাও হয়েছিল অল্প টাকা দিয়ে। বলিউড তারকাদের প্রথম উপার্জন নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।
সত্তরের দশকে কলকাতায় এসে জীবন শুরু করেন অমিতাভ বচ্চন। কয়েক বছর এখানে তিনি চাকুরিও করেন। এ সময় তিনি প্রথম মাসিক ৫০০ টাকা বেতনে কাজ শুরু করেন।
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের অন্যতম শাহরুখ খান। প্রথম জীবনে একটি কনসার্টে অ্যাটেনড্যান্ট হিসেবে কাজ করেন। এতে তিনি ৫০ টাকা রোজগার করেন। আর এটাই ছিল তার প্রথম রোজগার।
দিল ভি তেরা হাম ভি তেরে সিনেমায় অভিনয় করে জীবনের প্রথম তিনি ৫১ টাকা রোজগার করেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র।
ধনী পরিবারে জন্ম হলেও সাদামাটাভাবেই জীবনযাপন করেছেন সোনম। এক পরিচালকের অধীনে সহকারী পরিচালক হিসেবে কাজ করে ৩ হাজার টাকা প্রথম রোজগার করেন তিনি। সেই টাকা বাঁচাতে মুম্বাইয়ের লোকাল ট্রেনেও চড়েছেন এ অভিনেত্রী।
বলিউডে এ সময়ের সফল পরিচালকদের অন্যতম রোহিত শেট্টি। নব্বইয়ের দশকে ‘ফুল অউর কাটে’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ৩৫ টাকা বেতনে কাজ শুরু করেন। এটাই তার প্রথম উপার্জন।
সম্ভবত তা মডেলিংয়েরই কোনো অ্যাসাইনমেন্টের কাজ করে প্রিয়াঙ্কা ৫ হাজার টাকা রোজগার করেন। সেটাই তার জীবনের প্রথম রোজগার। প্রিয়াঙ্কা এ টাকা তার মাকে দিয়ে দেন। সেই টাকা নাকি এখনও অক্ষত রয়েছে।
বলিউড সুপার হিরো হৃত্বিক রোশানের প্রথম রোজগার ছিল মাত্র ১০০ টাকা।
প্রথমজীবনে ওয়েটারের কাজ করতেন অক্ষয় কুমার। তার জীবনের প্রথম রোজগার ছিল ১৫০০ টাকা।
বলিউডের কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জন আব্রাহাম। প্রথমবার ব্যাঙ্ক অব মহারাষ্ট্র থেকে ১১ হাজার ৮ হাজার টাকা বেতন পান তিনি। সেই অ্যাকাউন্টটি এখনও রেখে দিয়েছেন জন।
ছোটবেলায় গুডনাইটের বিজ্ঞাপন করে ২ হাজার ৫ শত টাকা রোজগার করেন ইমরান হাশমি। এটাই তার প্রথম রোজগার।