খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: ফের একসঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় অভিনয়শিল্পী নোবেল-মৌ। দীর্ঘ চার বছর পর গত রোজার ঈদের একটি নাটকে অভিনয় করেছিলেন এ জুটি। তারপর আর কোনো নাটকে দেখা না গেলেও সম্প্রতি হাইওয়ে শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনির।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা মেহেদী হাসান জনি বলেন, ‘এ নাটকে নোবেলের চরিত্রের নাম ধ্রুব আর মৌকে দেখা যাবে মেঘলা চরিত্রে। ধ্রুব ও মেঘলা দুজনেই শিল্পপতী বাবার সন্তান। দুজনের বাবা শিল্পপতী হওয়া সত্ত্বেও তারা বাসা থেকে পালিয়ে যায়। তবে কেউ কারো জন্য নয়। ঘটনাচক্রে দুজনের মঙ্গে দেখা হয়ে যায়। তারপর ঘটতে থাকে নাটকীয় নানা ঘটনা। এভাবেই এগিয়ে গেছে নাটকের গল্প।’
এ নাটকে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘কাজের ব্যস্ততার কারনে নিয়মিত অভিনয় করার সুযোগ হয়ে ওঠে না। তবে গল্প ভালো হলে হাত ছাড়া করি না। আর এ নাটকে কাজ করে অসম্ভব ভালো লেগেছে।’
সম্প্রতি রাজধানীর বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরি কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।