Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: সিনেমার পর্দায় ক্রিকেটার রূপে হাজির হচ্ছেন চিত্রনায়ক 58শাকিব খান। এরই মধ্যে সব আয়োজন সম্পন্ন। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেই বড় পর্দায় নায়ক শাকিব হাজির হবেন ক্রিকেটার হিসেবে। কিন্তু চলচ্চিত্র সেন্সরবোর্ড আরও একটু বুঝে নিতে চায়, ক্রিকেটার হিসেবে শাকিব কতোটা ফিট। এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরামর্শ চাওয়া হয়েছে সেন্সর বোর্ডের পক্ষ থেকে।
চলচ্চিত্র সেন্সরবোর্ডের ডাকে সাড়াও দিয়েছে বিসিবি। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ক্রিকেটার শাকিব খানকে দেখতে যাবেন বিসিবির দুই কর্মকর্তা। তারা গ্রিন সিগনাল দিলেই বড় পর্দায় ক্রিকেটার রূপে আসবেন শাকিব। পাঠক এবার আরও বিস্তারিত প্রসঙ্গে যাওয়া যাক।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ সিনেমার সাফল্যের পর নির্মাতা সাফি উদ্দীন সাফি এবার নির্মাণ করেছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’। এই সিনেমাতে চিত্রনায়ক শাকিব খান অভিনয় করেছেন ক্রিকেটার চরিত্রে। অন্যদিকে, জয়া আহসান অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে। সিনেমার দৃশ্যে শাকিব খানের শরীরে থাকছে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জার্সি।
এখানেই চলচ্চিত্র সেন্সরবোর্ড বিসিবি’র পরামর্শ চেয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সুনাম ক্ষুণœ হয়, এমন কিছু সিনেমাটিতে আছে কি-না তা খতিয়ে দেখবেন বিসিবির দুই কর্মকর্তা। বুধবার সকাল ১১টায় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সিনেমাটি দেখবেন। এরপরই সিনেমাটির সেন্সর ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
চলচ্চিত্র সেন্সরবোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সিনেমাটিতে জাতীয় ক্রিকেট দলকে দেখানো হয়েছে। এর নায়ক শাকিব খানের গায়ে রয়েছে সাকিব আল হাসানের জার্সি। যেহেতু ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। তাই আমরা চেয়েছি বিসিবি থেকে কেউ এসে ছবিটি দেখুক। তাদের আপত্তি না থাকলে সেন্সর বোর্ডও কোনো আপত্তি করবে না। তবে অবশ্যই বিসিবির মতামত লাগবে।’
সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল। এ ছবির চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান। অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, ওমর সানি, ইমন, মৌসুমী হামিদ প্রমুখ। সিনেমাটির সবকটি গান লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।