খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : ব্রিটিশ পপ গায়ক এডেল ভিডিও গানের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন। এডেলের চলতি বছর নতুন একক গানের ভিডিও ‘হ্যালো’। গত শুক্রবার ‘হ্যালো’ গানটি মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরেই গানটি মিউজিক ভিডিও দেখার রেকর্ড করেছে।
গানটির দৃশ্য ও পটভূমি নিয়ে শুরু হয় আলোচনা-পর্যালোচনা। এর আগে ইউটিউবে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি দেখা গানের মিউজিক ভিডিও ছিল টেইলর সুইফটের ‘ব্যাড ব্লাড’।
এর আগে টেইলরের ‘ব্যাড ব্লাড’ গানটি মুক্তি পাওয়ার প্রথম দিনেই গানটির মিউজিক ভিডিওটি ২০.১ মিলিয়ন দর্শক দেখে। গত শুক্রবার এডেলের হ্যালো গানের মিউজিক ভিডিও মুক্তি পেলে প্রথম দিনেই ২৭.৭ মিলিয়ন দর্শক গানটি দেখে ইউটিউবে।