খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : যৌথ প্রযোজনার সিনেমা ‘ব্ল্যাক’-এর টিজার প্রকাশিত হয়েছে সম্প্রতি। এক ঝলকে সিনেমাটির যেটুকু চোখে পড়লো তাতে ঢাকাই সিনেমার কোনো ছাপ নেই।
ইউটিউবে সিনেমাটির ওপাড় বাংলার পরিবেশক দাগ ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের নিজস্ব চ্যানেলে ৪০ সেকেন্ডের টিজারটি প্রকাশ করা হয় ২৬ অক্টোবর।
টিজারটি যে ভারতীয় দর্শককে উদ্দেশ্য করেই তৈরি তা বোঝা গেল পরিবেশক হিসেবে ভায়াকম ১৮ মোশন পিকচার্স ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড, পরিচালক হিসেবে রাজা চন্দ, প্রযোজক হিসেবে রানা সরকার এবং কাহিনী-চিত্রনাট্য-সংলাপ রচনায় মঞ্জিল ব্যাণার্জির নাম দেখে।
সিনেমার কেন্দ্রীয় চরিত্র যে সোহম তা পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে টিজারে। বার বার উচ্চারিত সোহম অভিনীত চরিত্র বুলেটের নাম। সেই সঙ্গে পিস্তল হাতে আশীষ বিদ্যার্থীর উপস্থিতি উত্তেজনা ছড়ায়। আরও চোখে পড়েছে রজতাভ দত্তের অর্থপূর্ণ অভিব্যাক্তি।
টিজারে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বিদ্যা সিনহা মিম, যিনি সিনেমার নায়িকা হিসেবে গ্ল্যামার ছড়ানোর দায়িত্বটি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
১৫ জুন যৌথ প্রযোজনার এই সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় ঢাকায়। মহরতে কিবরিয়া ফিল্মসের কর্ণধার কিবরিয়া লিপু প্রযোজনার পাশাপাশি সহ-পরিচালক হিসেবে নিজের নাম ঘোষণা করেন। সিনেমাটির পুরো শুটিং ও হয়েছে পশ্চিমবঙ্গে।