খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: সালমান খানের কাছ থেকে অভিনয়ের পাঠ নিয়েছেন
সাবেক পর্ন তারকা সানি লিওন! তবে হাতে কলমে নয়, নায়কের সিনেমা দেখেই পরোক্ষভাবে অভিনয়ের অনেক কিছু শিখেছেন তিনি। সেখান থেকে সালমানকে শিক্ষক হিসেবে মেনে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি নিজেই এই কথা জানিয়েছেন।
আসলে বিষয়টা হল, মিলাপ জাভেরি পরিচালিত ‘মস্তিজাদে’ ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন সানি। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। লিলি লেলে এবং লালিয়া লেলে এই দুই চরিত্রে দেখা যাবে তাকে। এই ছবি করতে গিয়ে সালমান খান অভিনীত ‘জুড়য়া’ তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে। সেখানে সালমানেরও ছিল দ্বৈত ভূমিকা। এই ছবি দেখেই যখন অনুপ্রাণিত তখন পরোক্ষভাবে সানির শিক্ষকই হলেন সালমান