Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: পৌষ মাস’ চলছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের। চলতি 13বছরের সেপ্টেম্বর মাসে শেষ হওয়া প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আইফোনের বদৌলতে বেশ বড় একখানা লাফ দিয়েছে অ্যাপলের ‘লাভের ঘোড়া’!
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০১৪ সালের একই সময়ের তুলনায় অ্যাপলের আয় ২২ শতাংশ বেড়ে ৫ হাজার দেড়শ কোটি ডলারে পৌঁছেছে।
সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ৪ কোটি ৮০ লাখ আইফোন বিক্রি করেছে অ্যাপল। আইফোন বিক্রির এই সংখ্যা ‘শেষ প্রান্তিকে বিক্রির রেকর্ড’ বলে জানিয়েছে অ্যাপল।
তিন মাসে এগারশ’ ১০ কোটি ডলার নেট আয় হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। ২০১৫ সালকে সবচেয়ে সফল বছর হিসেবে উল্লেখে করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “শেষ প্রান্তিকে আইফোন বিক্রির রেকর্ড, অ্যাপল ওয়াচের বর্ধিত সহজলভ্যতা, আর ম্যাক বিক্রির রেকর্ড আর সেবা রেভিনিউ এই লাভের জ্বালানি শক্তি হিসেবে কাজ করেছে।”
স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার চীনে ২০১৪ সালের তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণ আইফোন বিক্রি করেছে অ্যাপল। তিন মাসে চীনে প্রায় ১৩শ’ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে অ্যাপল। চলমান প্রান্তিকে বিশ্বব্যাপী ৭ হাজার ৫শ’ ৫০ কোটি থেকে ৭ হাজার ৭শ’ ৫০ কোটির ডলারের পণ্য বিক্রি করার আশার করছে প্রতিষ্ঠানটি।
সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে অ্যাপল বিশ্বব্যাপী কতগুলো ‘অ্যাপল ওয়াচ’ বিক্রি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি। তবে এই সংখ্যা ৩৫ লাখ বলে মনে করেছেন বাজার বিশ্লেষকরা।