Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: জামিন দেওয়া হয়েছে ব্রিটিশ টেলিকমিউনিকেশন 36প্রতিষ্ঠান টকটকের নিজস্ব ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে উত্তর আয়ারল্যান্ড থেকে আটক করা কিশোরকে।
বিবিসি জানিয়েছে, কম্পিউটার মিসইউজ আইন লঙ্ঘনের সন্দেহে ১৫ বছর বয়সী এই কিশোরকে আটক করা হয়েছিল।
আটকের পর ওই কিশোরকে কান্ট্রি অ্যান্ট্রিম পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে উত্তর আয়ারল্যান্ডের গোয়ান্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেন।
মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ইউনিট, পুলিশ সার্ভিস অব নর্দার্ন আয়ারল্যান্ড সাইবার ক্রাইম আর ন্যাশনাল সাইবার ক্রাইম এজেন্সি যৌথভাবে এই তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
নভেম্বর মাসের একটি ‘নির্দিষ্ট দিন’ পর্যন্ত ওই কিশোরকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
হ্যাকিংয়ের ঘটনায় ৪০ লাখ গ্রাহকের স্পর্শকাতর ডেটা ফাঁস হয়ে গিয়েছে বলে প্রাথমিক অবস্থায় দাবি করেছিল টকটক কর্তৃপক্ষ। গ্রাহকদের ব্যাংক আর ব্যাক্তিগত তথ্য অ্যাকসেস করা হলেও ক্রেডিট আর ডেবিট কার্ড নাম্বার চুরি হয়নি বলে পরবর্তীতে জানিয়েছে টকটক।