Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: পুরান ঢাকার হোসাইনী দালানে তাজিয়া মিছিলের 21প্রস্তুতির মধ্যে বোমা হামলায় আহত হওয়ার পাঁচ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, জামাল উদ্দিন নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
“বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।”
ছয় দিন আগের ওই হামলার ঘটনায় এ নিয়ে মোট দুই জনের মৃত্যু হল।
মেডিকেল ফাঁড়ির নায়েক রফিকুল ইসলাম জানান, হোসাইনী দালানে আহতদের মধ্যে এখনও অর্ধশতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি আছেন।