Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: এখনো তারকা হয়ে উঠেননি, তার পরও পাপারাজ্জিরা 25থাকে তার পিছু। নিজস্ব স্টাইল ও আকষর্ণীয় শরীরের জন্য এমনিতেই একটা জায়গা তৈরি করে নিয়েছেন এই গ্ল্যামার গার্ল। বলছি, বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রীদেবীর কন্যা জানবী কাপুরের কথা। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই মায়ের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন জানবী। শুরু করতে যাচ্ছেন চলচ্চিত্রে অভিনয়।
ক্যারিয়ারের শুরুতে হিন্দি ফিল্মি নয়, তেলেগু ছবিতে দেখা যাবে জানবীকে। ছবিতে জানবীর সঙ্গে নায়ক হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। এমন খবরই দিয়েছে ইন্ডিয়া টুডে। ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে নায়িকা হিসেবে অভিনেতা ও পরিচালক এনটিআর নতুন মুখ খুঁজছেন। তাতে পরিচালকের পছন্দের তালিকায় সবার আগে রয়েছেন জানবী।
মিডিয়ায় এমন খবর চাউর হলেও এ নিয়ে টু-শব্দটি পর্যন্ত করেননি ছবির পরিচালক বা জানবীর মা। তবে কিছুদিন আগে মালায়াম ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে জানবীর এমন সংবাদ বের হওয়ার পর শ্রীদেবী জানিয়েছিলেন, তার মেয়ে ব্যস্ত শিক্ষাজীবন নিয়ে, চলচ্চিত্র নয়।