Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: আমি সেই কবিতার নায়িকা, চেয়ে দেখলে চোখ 62ফেরানো যাবে না’ এমন কথার একটি গান স্থান পাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত ওয়ান ওয়ে সিনেমায়। জানা গেছে, এটি এ ছবির আইটেম গান। এতে পারফর্ম করেছেন ছবির নায়িকা ববি। গানটিতে কণ্ঠ দিয়েছেন দোলা।
নির্মাতা সূত্রে জানা গেছে ২৮ অক্টোবর রাজধানীর বাংলামটরে এ গানটির দৃশ্যায়ন হয়। গানটিতে চিত্রনায়িকা ববির সঙ্গে নেচেছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন ও বাপ্পি চৌধুরী।
‘আমি সেই কবিতার নায়িকা’ শিরোনামের গানটির সংগীত পরিচালনা করেছেন আদিত। এর কোরিওগ্রাফি করেছেন হাবিব। নির্মাতা জানান বুধবার গানটির দৃশ্য ধারণ শেষ হয়েছে।
এ প্রসঙ্গে ববি বলেন, ‘গানটির কাজ সুন্দর হয়েছে।’ তিনি জানান ছবির এখন শুধু একটি গান এবং ডাবিং বাকি আছে। এর পরই সিনেমাটি সেন্সরে যাবে।
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- মিলন, বাপ্পী এবং ববি।
সিনেমার গল্পে দেখা যাবে গডফাদার ড্যানি সিডাকের দলে কাজ করেন মিলন ও ইমন। একপর্যায়ে তাকে মেরে নিজেই গডফাদার বনে যায় মিলন।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য অ্যাড্রেস’ প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সিনেমাতে পাঁচটি গানের সুর ও সংগীতায়োজন করছেন অদিত।