Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন 78বঙ্গললনা সুস্মিতা সেন। প্রাক্তন এই বিশ্বসুন্দরীর রূপে মাতোয়ারা প্রায় গোটা বিশ্ব। শুধু তাই নয়, রূপের পাশাপাশি তিনি যথেষ্ট বুদ্ধিমতী, এমনটাও মনে করেন সকলেই যারা সুস্মিতাকে কাছ থেকে চেনেন।
এহেন সুস্মিতা বলিউডের একজন গর্বিত সিঙ্গল মাদার। বিয়ে না করে সন্তান দত্তক নিয়েছেন তিনি। আর এই নিয়ে গর্ব অনুভব করেন, বারবার জানিয়েছেন সে কথা।
সুস্মিতাকে এখন খুব একটা বলিউড সিনেমায় দেখা যায় না। তবে খবরে তিনি সব সময়ই থাকেন। একের পর এক জনের সুস্মিতা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে খবর পাওয়া যায় বলিউডের অন্দরে কান পাতলেই।
তবে সেসব সম্পর্ক একের পর এক কাটিয়েও এসেছেন তিনি। এখন পর্যন্ত বিয়ে করেননি এই অভিনেত্রী। জেনে নিন কার কার সঙ্গে নাম জড়িয়েছিল এই প্রাক্তন বিশ্বসুন্দরীর।
ঋতিক ভাসিন : মুম্বাইয়ের জনপ্রিয় নাইট ক্লাব রেড লাইটের মালিক ঋতিকের সঙ্গে সুস্মিতা প্রায় ২ বছর ডেট করেন বলে খবর। পরে আলাদা হয়ে যান।
বিক্রম ভাট: দস্তক সিনেমার শুটিংয়ের সময়ে একে অপরের প্রেমে পড়েন সুস্মিতা ও বিক্রম। খবর রটেছিল, সুস্মিতার জন্য নিজের স্ত্রীকে ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন বিক্রম। পরে সুস্মিতা নিজেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন।
রণদীপ হুডা: সুস্মিতার চেয়ে বয়সে রণদীপ অনেকটা ছোট। তাতে কী, প্রেমের সম্পর্কে মজেছিলেন দুজনে। সুস্মিতার জন্য পাগল হয়ে উঠেছিলেন রণবীর। যদিও সেই সম্পর্ক স্থায়ী হয়নি।
ওয়াসিম আকরাম: পাকিস্তানি কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামের সঙ্গেও নাম জড়িয়েছিল সুস্মিতার।
মুদসসর আজিজ : মুদসসর আজিজ নামে একজনের সঙ্গেও সম্পর্কে জড়ান সুস্মিতা সেন।
ইমতিয়াজ খাতরি : ব্যবসায়ী ইমতিয়াজ খাতরির নামও জড়িয়ে যায় সুস্মিতার সঙ্গে। তবে তা খুব কম সময়ের জন্যই স্থায়ী হয়েছিল।
মানব মেনন : খবর রটে, মানব মেননের সঙ্গে সিরিয়াস সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা। তবে সেই সম্পর্কও সুস্মিতার জীবনে স্থায়ী হয়নি।
সঞ্জয় নারঙ্গ: হোটেল ব্যবসায়ী সঞ্জয়ের সঙ্গেও সম্পর্ক নিয়ে নাম জড়ায় সুস্মিতার। তবে বিয়ের প্রসঙ্গ এলে পিছিয়ে আসেন সুস্মিতা।
সাবির ভাটিয়া: হটমেইল ডটকমের প্রধান সাবিরের সঙ্গেও নাম জড়ায় সুস্মিতার। শোনা গিয়েছিল, সুস্মিতাকে একটি ১০.৫ ক্যারেটের ডায়মন্ড রিং দেন সাবির।
বান্টি সচদেব: বান্টি সচদেবকে ডেটিং করা সুস্মিতার জীবনের বোধ হয় সবচেয়ে খারাপ সময়। কারণ শোনা গিয়েছিল, সুস্মিতা ছাড়াও একই সঙ্গে নেহা ধুপিয়া ও দিয়া মির্জাকে ডেট করছিলেন বান্টি।