Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: কম্বোডিয়ার ফিনোম পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, 54যুক্তরাষ্ট্রের এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল এবংফিলাডেলফিয়া এশিয়ান আমেরিকান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’ সিনেমাটি।
এছাড়া ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে ‘জালালের গল্প’।
ইমন জানিয়েছেন, ২-১২ নভেম্বর কম্বোডিয়ার ফিনোম পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি। এ বছর প্রায় ৩০০ চলচ্চিত্রের মধ্যে থেকে ৭০টি বিভিন্ন বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে মাত্র ১৩টি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র।
১২-২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে ৮ম ফিলাডেলফিয়া এশিয়ান আমেরিকান চলচ্চিত্র উৎসব আয়োজিত হবে। সেখানে ১৫ নভম্বর ‘জালালের গল্প’ প্রদর্শনীর দিন উপস্থিত থাকবেন পরিচালক ইমন।
ইমন বললেন, “এই উৎসবে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ন চলচ্চিত্র নিয়ে সরাসরি দর্শকের সঙ্গে পরিচালকদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে নতুন ছবি নিয়ে আলোচনা হয়। সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে ইতোমধ্যেই এই উৎসবের বিশেষ সুনাম ছড়িয়ে পড়েছে।”
এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে ‘জালালের গল্প’-এর প্রতিদ্বন্দ্বী আগামী বছর অস্কার আসরে বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য লড়তে নির্বাচিত এশিয়া মহাদেশের ১৩টি চলচ্চিত্র। সিনেমাগুলোর মধ্যে রয়েছে ভারতের ‘কোর্ট’, জাপানের ‘১০০ ইয়েন লাভ’ , কির্জিকিস্তানের ‘ হেভেনলি নোম্যাডিক’, থাইল্যান্ডের‘হাউ টু উইন অ্যাট চেকার্স’, ভিয়েতনামের ‘জ্যাকপট’, তুর্কির ‘সিভাস’, জর্জিয়ার ‘মইরা’, নেপালের ‘তালাকযুং ভার্সেস তুলকি’, আফগানিস্তানের ‘ইউটোপিয়া, লেবাননের ‘ভয়েড’, প্যালেস্টাইনের ‘দি ওয়ান্টেড ১৮’, কম্বোডিয়ার ‘দি লাস্ট রিল’, ইরাকের ‘মেমোরিস অন্য স্টোন’, রাশিয়ার ‘আনসল্ভড লাভ’ ও চায়নার ‘১২ সিটিজেনস’।
ইমন জানান, ‘জালালের গল্প’ আগামী ৩০ এবং ৩১ অক্টোবর ২০১৫ আইপিক ওয়েস্টউড থিয়েটারে প্রদর্শিত হবে।
বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড পেয়ে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত ছবি‘জালালের গল্প’ ২০১৪ সালের অক্টোবরে বুসান উৎসবে নবীন নির্মাতাদের প্রতিযোগিতা বিভাগ ‘নিউ কারেন্টস’-এ ওয়ার্ল্ড প্রিমিয়ার করে।
গত এক বছরের বেশি সময় ধরে ভারতের গোয়া ও জয়পুর, ইরানের ফজর, ফিজির সুভা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইন্ডিয়ান উৎসব, পর্তুগালের আভাঙ্কা, কানাডার মন্ট্রিয়াল ওয়ার্ল্ড এবং জার্মানির ম্যানহেইম হেইডেলবার্গের মতো সম্মানজনক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রশংসিত হয়েছে।
২০১৬ সালের অস্কার আসরে বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগের মনোনয়ন পাওয়ার জন্য লড়তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে ছবিটি।
৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়া চলচ্চিত্রটি গত ৮ সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।