Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59 শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: প্রেমের কথা স্বীকার করার পর থেকে ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মা আর ক্রিকেটার ভিরাট কোহলির বিয়ে নানা গুজব শোনা যাচ্ছে বার বার। এবার আনুশকার তরফ থেকে পরিস্কার জানিয়ে দেয়া হলো, সহসাই বাজছে না তাদের বিয়ের বাদ্য।
প্রায় দু বছর ধরে প্রেম করলেও ২০১৪ সালে জনসম্মুখে নিজেদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রথম মুখ খোলেন ভিরাট-আনুশকা। সম্প্রতি শোনা যাচ্ছিল, ২০১৬ সালেই বিয়ের পিঁড়িতে বসছেন তারা। কিন্তু এক বিবৃতিতে আনুশকা জানালেন আপাতত কাজ নিয়েই খুশি তিনি।
বিবৃতিতে আরো বলা হয়, আনুশকার বিয়ের খবরের কোনো সত্যতা নেই। এই সময়টা তিনি কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি সব সময়ই নিজের জীবনের ব্যাপারে খোলাখুলি কথা বলেছেন এবং খুশি হবেন যদি তার জীবনের ব্যাপারে নিজেরাই ভেবে না নিয়ে তার ঘোষণার জন্য অপেক্ষা করা হয়।
কয়েকদিন আগে একসঙ্গে মুম্বাইয়ে ফ্ল্যাট খুঁজতে দেখা যায় ভিরাট-আনুশকাকে। এছাড়া অক্টোবরের মাঝামাঝি সময়ে আনুশকার বাবার সঙ্গে রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা গেছে ভিরাট-আনুশকাকে।
এরপর ভারতীয় দৈনিক মিড-ডে দাবী করে, আগামী বছরের শুরুতেই গাঁটছড়া বাঁধবেন এই তারকা জুটি।
২০১৩ সালে একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে পরিচয় হয় ভিরাট-আনুশকার, সেখান থেকেই ঘনিষ্ঠতা ও প্রেম। এক বছর গণমাধ্যমের সঙ্গে লুকোচুরি খেলার পর সম্পর্কের কথা স্বীকার করেন তারা।
আপাতত আনুশকা ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর কাজে। এটি নির্মাণ করছেন কারান জোহার।