Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: বলিউডে দীপিকা, রণবীর ও ক্যাটরিনা এ তিনজন শীর্ষ 65তারকা। আর এক-এক সময় তাদের প্রেম নিয়ে এক-এক গুজব-গুঞ্জন শোনা যায়। তবে এবার একটু ভিন্ন রকমই শোনা যাচ্ছে। ক্যাটরিনা কাইফ নাকি দীপিকা ও রণবীরের প্রেম শেষ পর্যন্ত মেনেই নিয়েছেন।
ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’ ছবির শুটিংয়ে নাকি নিজেদের পুরনো প্রেম ঝালিয়ে নিয়েছেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। আর তা নিয়ে নাকি রাগও করেছিলেন রণবীরের বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফ। বলিউডে যখন এমন গুঞ্জন চলছে তখনই মুখ খুললেন ক্যাটরিনা। তার কথায়, প্রত্যেকেই স্বাধীন। তাই কে কার সঙ্গে অভিনয় করবেন সেটা তিনি নিজেই ঠিক করবেন। তবে দীপিকার সঙ্গে তার জুটি যে দর্শকরা পছন্দ করেন তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন রণবীর কাপুর। তাই ‘তামাশা’তে যে তাদের দর্শকরা পছন্দ করবেন সে ব্যাপারে নিশ্চিত নায়ক। আর রণবীরই যখন দীপিকার সঙ্গে কাজ করতে এতো আগ্রহী তখন তো ক্যাটরিনাকে তা মেনে নিতেই হবে এমনটাই মনে করছেন বি-টাউনের একাংশ। তাই এ কথা হয়তো ক্যাটরিনার মনের কথা নয়! বাসস।