Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘হেট স্টোরি থ্রি’র নতুন গান 3‘তু ইশক মেরা’।
গানটিতে দেখা গেছে, বাথরুমে গোসল করছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। আর বেডরুমে তার জন্য অধীর আগ্রহে বসে আছেন করণ সিং গ্রোভার। ডেইজি আসবেন। শরীরি জাদুতে মুগ্ধ করবেন তাকে। সে সঙ্গে চলবে রাতভর দুজনের রোমান্স। গানটিতে একাধিকবার ডেইজি ও করণকে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায়।
গানটি প্রকাশের পর থেকেই বলিউডে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে ‘হেট স্টোরি থ্রি’র এ জুটির রোমান্স। অনেকে বলেছেন, গানের এ দৃশ্যায়ন ছাড়িয়ে যেতে পারে হালের অন্যসব ছবির শারীরিক দৃশ্যকে।
সে সঙ্গে ছড়িয়ে পড়েছে সর্বত্র। ভিডিওটি দেখে কয়েক ঘণ্টার মধ্যে তোলপাড় লেগে যায় বলিদুনিয়ার দর্শকের মাঝে।
ছবি হিট করার জন্য আজকাল দুনিয়াজুড়ে ছবিতে এমন রগরগে দৃশ্য উপস্থাপন করাটা ট্রেন্ড-এ পরিণত হয়েছে। আর তাই নিন্দুকদের ভাষ্য, প্রযোজক-পরিচালক ডেইজি ও করণের এ যৌন দৃশ্যটাকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন।
তাদের ধারণা, ‘হেট স্টোরি থ্রি’-কে আলোচানায় আনতে গিয়ে সমালোচনায়ও পড়তে পারেন প্রযোজক-পরিচালক।