খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: মুক্তির দুই সপ্তাহের মাথায় ৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে কমেডি ধাঁচের হিন্দি সিনেমা ‘প্যায়ার কা পাঞ্চানামা টু’র আয়।
১৬ অক্টোবর ভারতব্যাপী ১৪০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। কোনো তারকা না থাকা সত্বেও মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের মনোযোগ কাড়তে পেরেছে ‘প্যায়ার কা পাঞ্চানামা’ সিনেমার এই সিকুয়াল।
পরের সপ্তাহে মুক্তি পায় শাহিদ কাপুর ও আলিয়া ভাট অভিনীত এবং ‘কুইন’ খ্যাত নির্মাতা ভিকাস বেহেল পরিচালিত ‘শানদার’। কিন্তু ‘প্যায়ার কা পাঞ্চনামা টু’র কাছে টিকতে পারেনি ৬০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি।
মাত্র ৯ কোটি বাজেটে নির্মিত ‘প্যায়ার কা পাঞ্চনামা টু’ পেছনে ফেলেছে ঐশ্বরিয়া রাই বচ্চনের ফেরার সিনেমা ‘জাযবা’কেও। সিনেমাটিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, নুশরাত ভারুচা, সানি সিং, সোনালি সেহগাল, ইশিতা রাজ ও ওমকার কাপুর। সিনেমাটি নির্মাণ করেছেন লাভ রানঝান।