Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: অভিনেত্রী মারজান জেনিফার কাছে ভালোবেসে আশ্রয় চেয়েছেন 27এ সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।
এ সুদর্শন নারীর জন্য মুসাফির বেশে তার কাছে ছুটে এসেছেন তিনি। তাই তাকে না ফেরানোর আকুতি জানিয়েছেন এ অভিনেতা। আশিকুর রহমান পরিচালিত মুসাফির সিনেমার একটি গানে এমন দৃশ্যে দেখা যাবে এ জুটিকে।
গত ২৯ অক্টোবর, বৃহস্পতিবার ইউটিউবে আলতো ছোয়াতে শিরোনামের গানটি প্রকাশ করে এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।
রোমান্টিক ঘরানার এ গানে বেশ মোহনীয় ও আবেদনময়ী রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন জেনিফার। আরিফিন শুভকেও দেখা যায় সুদর্শন প্রেমিক পুরুষ রূপে। গানের কথা ও মিউজিকেও রয়েছে রোমান্সের গতিশীল প্রবাহ।
এ গান প্রসঙ্গে চিত্রনায়িকা জেনিফার বলেন, ‘মুসাফির সিনেমার প্রথম গান মুক্তি পেল। জানি না সবার কেমন লাগবে। কিন্তু এ গানের শুটিংয়ের জন্য বৃষ্টির মধ্যে টানা পাঁচ দিন আমরা অনেক কষ্ট করেছি। দয়া করে খারাপ কিছু বলবেন না। কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’
পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে নির্মিত এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মারজান জেনিফা। এতে আরো অভিনয় করছেন টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং ও রেবেকা।
এ সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে। সংগীত পরিচালনা করেছেন নাভেদ ও আশিকুজ্জামান অপু। ২০ মার্চ বিএফডিসিতে জহির রায়হান কালার ল্যাব ভিআইপি অডিটোরিয়ামে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। ২৩ মার্চ থেকে সিনেমার প্রথম পর্বের শুটিং শুরু হয়।