Fri. Sep 12th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে 42গ্রেপ্তার ১৭ জনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম শনিবার আসামি ১৭ জনকে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এসএম মাসুদ জামান তাদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়ারা হলেন- মো. জোবায়ের হোসেন, মো. সাজু আহমেদ, মো. মাহমুদুল হাসান, সামিউল ইসলাম, ছাব্বির হোসেন, মো. হাসানুর রশিদ, মো. মেহেদী হাসান, মো. হৃদয় ইসলাম, মো. রায়হান রাব্বি, মো. আকাশ আহম্মেদ, মো. তানভীর, মো. সবুজ খান, মো. সোহাগ, মেহেদী হাসান, মো. আকিব বিন বারি, মো. নাহিদুল হক ও মো. মানিক মিয়া। বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান চালিয়ে রাজধানীর তেজগাঁও ও ধোলাইখাল এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসচক্রের ১৭ সদস্যকে আটক করে ডিবি।