Fri. Sep 12th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: খুব শিগগির ভারত-বাংলাদেশের মধ্যে গাড়ি বদল না করে 43সরাসরি পণ্যবাহী গাড়ি নিয়ে যাতায়াত করা যাবে। শুধু প্রতিবেশী এই দুই দেশ নয়। বাংলাদেশ-ভারত ছাড়া আরো প্রতিবেশী দুই দেশ ভুটান-নেপালের মধ্যেও এমন যোগাযোগ শুরু হচ্ছে।
এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, আজ রবিবার বিকালে চার দেশের মধ্যে মোটর ভেহিক্যালস এগ্রিমেন্ট এর ড্রাফট প্রোটোকল অনুযায়ী কলকাতা-আগরতলা ভায়া ভারতের পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোল সীমান্ত হয়ে ঢাকা রুটে প্রথম পণ্যবাহী গাড়ির পরীক্ষামূলক চলাচল শুরু হবে।
জানা গেছে, চুক্তিটি চুড়ান্ত করার আগে কেন্দ্রীয় সরকার সব দিক দেখে নিতে চাইছে। সে জন্য পরীক্ষামূলক পণ্যবাহী গাড়িটি চালানো হচ্ছে।
পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক ভবন নবান্ন বাসষ্ট্যান্ড থেকে পরীক্ষামূলক পণ্যবাহী গাড়ির যাত্রা শুরু হবে। নবান্ন সূত্রে খবর, এই পণ্যবাহী গাড়িটির যাত্রার সূচনায় উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহন দপ্তরের কর্মকর্তারা থেকে বণিক সভার সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবের।
প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সরাসরি একটি গাড়িতে করে পণ্য নিয়ে যাওয়া হয় না। নিরাপত্তাজনিত কারণে পেট্রাপোল এবং বেনাপোলের কাছে গাড়ি থেকে মালপত্র নামিয়ে তা পরীক্ষা-নিরীক্ষার পর ছোট গাড়িতে করে সীমান্ত পার করা হয়।
তবে সরাসরি পণ্য পরিবহন ব্যবস্থা চালু হলে একদিকে যেমন অযাথা সময় ব্যয় হবে না, তেমনি গাড়ি বদল করার জন্য বাড়তি ঝামেলাও তৈরি হবে না। ফলে সরকারের এই উদ্যোগে স্বভাবতই খুশির ছোঁয়া লেগেছে ব্যবসায়ী মহলে।