Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫: ফিরছে ওশেন্সের দল। তবে প্রতিবারের মতো সংখ্যা নয়, 20পাল্টাচ্ছে দলের লিঙ্গ। ‘ওশেন্স ইলেভেন’ এবার আসছে নায়িকাদের দল হয়ে যার নেতৃত্ব দেবেন স্যান্ড্রা বুলক।
মূল সিনেমায় জর্জ ক্লুনি অভিনীত ঠাণ্ডা মাথার পরিকল্পনাকারীর ভূমিতায় থাকছেন বুলক। মজার ব্যাপার হচ্ছে, বুলকের নতুন সিনেমা ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’-এর চিত্রনাট্য লেখা হয়েছিল জর্জ ক্লুনিকে মাথায় রেখে, কিন্তু পরে বুলককে নেয়া হয়। এবার ক্লুনির জুতোয় পা গলাতে চলেছেন তার ‘গ্র্যাভিটি’ সিনেমার সহশিল্পী।
এন্টারটেইনমেন্ট উইকলি নিশ্চিত করেছে, ২০০১ সালে মুক্তি পাওয়া কমেডি হেইস্ট সিনেমা ‘ওশেন্স ইলেভেন’-এর নায়িকা সংস্করণ নির্মিত হতে যাওয়ার খবরটি। তবে এবার পরিচালকের আসনে স্টিভেন সডারবার্গ নন, থাকছেন ‘হাঙ্গার গেইমস’ খ্যাত নির্মাতা গ্যারি রস। আরো জানা গেছে, ২০১৪ সাল থেকেই সিনেমাটির কাজ শুরু করে দেন প্রযোজক জর্জ ক্লুনি।
মূল সিনেমায় ক্লুনি ছাড়াও অভিনয় করেন ব্র্যাড পিট, ম্যাট ডেমন, কেসি অ্যাফ্লেকের মতো তারকারা। নায়িকা সংস্করণে বুলক ছাড়াও আর কে কে থাকছেন সেটা জানতেই এখন উঠে পড়ে লেগেছেন সিরিজটির ভক্তরা।
আসছে নায়িকাদের ‘ওশেন্স ইলেভেন’
বাংলাদেশ নিউজ২৪ : রবিবার, ১ নভেম্বর ২০১৫
ঈড়সনড়ফিরছে ওশেন্সের দল। তবে প্রতিবারের মতো সংখ্যা নয়, পাল্টাচ্ছে দলের লিঙ্গ। ‘ওশেন্স ইলেভেন’ এবার আসছে নায়িকাদের দল হয়ে যার নেতৃত্ব দেবেন স্যান্ড্রা বুলক।
মূল সিনেমায় জর্জ ক্লুনি অভিনীত ঠাণ্ডা মাথার পরিকল্পনাকারীর ভূমিতায় থাকছেন বুলক। মজার ব্যাপার হচ্ছে, বুলকের নতুন সিনেমা ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’-এর চিত্রনাট্য লেখা হয়েছিল জর্জ ক্লুনিকে মাথায় রেখে, কিন্তু পরে বুলককে নেয়া হয়। এবার ক্লুনির জুতোয় পা গলাতে চলেছেন তার ‘গ্র্যাভিটি’ সিনেমার সহশিল্পী।
এন্টারটেইনমেন্ট উইকলি নিশ্চিত করেছে, ২০০১ সালে মুক্তি পাওয়া কমেডি হেইস্ট সিনেমা ‘ওশেন্স ইলেভেন’-এর নায়িকা সংস্করণ নির্মিত হতে যাওয়ার খবরটি। তবে এবার পরিচালকের আসনে স্টিভেন সডারবার্গ নন, থাকছেন ‘হাঙ্গার গেইমস’ খ্যাত নির্মাতা গ্যারি রস। আরো জানা গেছে, ২০১৪ সাল থেকেই সিনেমাটির কাজ শুরু করে দেন প্রযোজক জর্জ ক্লুনি।
মূল সিনেমায় ক্লুনি ছাড়াও অভিনয় করেন ব্র্যাড পিট, ম্যাট ডেমন, কেসি অ্যাফ্লেকের মতো তারকারা। নায়িকা সংস্করণে বুলক ছাড়াও আর কে কে থাকছেন সেটা জানতেই এখন উঠে পড়ে লেগেছেন সিরিজটির ভক্তরা।