Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪ ॥ রবিবার, ১ নভেম্বর ২০১৫ : সারাদেশের তরুণ-তরুণীদের নিয়ে জিটিভি আয়োজন করেছে ‘স্পিড ট্র্যাক মাস্টার রেসিং কম্পিডিশন-২০১৫’। এতে প্রাথমিক অবস্থায় অংশ নিয়েছিলেন প্রায় চার হাজার প্রতিযোগী। সেখান থেকে পারফর্মেন্সের এর ভিত্তিতে ৫৪ জন প্রতিযোগীদের নিয়ে করে ছয়টি দল গঠন করা হয়। আর পুরো প্রতিযোগিতাকে ভিন্ন মাত্রা দিতে এই ছয় দলের প্রধান করা হয়েছে ছয়জন তারকাকে।
ছয় দলের দলনেতা হিসেবে দেখা যাবে নিরব, নিলয়, মারিয়া নূর, টয়া, আমব্রিন ও আলিফকে।
এই ছয়টি দলের মধ্যে নিরবের ব্লাস্ট, আলিফের মোশন, নিলয়ের বাজ, মারিয়া নূরের ভেলোসিটি, টয়ার বোল্ট এবং আমব্রিনের স্প্রিন্ট। এই ছয় দলের মধ্যে আন্তঃপ্রতিযোগিতা হয় এবং এই প্রতিযোগিতায় প্রথম বিজয়ী বিশেষ পুরস্কার হিসেবে পাবেন মালয়েশিয়ায় ঘুরে আসার সুযোগ এবং ফর্মুলা ওয়ান স্ব শরীরে দেখার সুযোগ।
সোহেল হাসানের প্রযোজনায় এবং ফুয়াদ ও শ্রাবণ্য’র উপস্থাপনায় ‘স্পিড ট্র্যাক মাস্টার রেসিং কম্পিডিশন-২০১৫’ জিটিভিতে ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে।