Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪ ॥ সোমবার, ২ নভেম্বর ২০১৫: এই মুহূর্তে আয়ের দিক থেকে বিশ্বের সেরা গায়িকা। নানা দাতব্য কাজের জন্য গানের বাইরেও টেইলর সুইফটের সুনাম বিশ্বজুড়ে। ‘গুড গার্ল’ ইমেজের এ গায়িকার বিরুদ্ধেই এবার চুরির অভিযোগ! তাও ‘শেক ইট অফ’ গান নিয়ে, যেটি কি না তাঁর ক্যারিয়ারেরই অন্যতম সফল সিঙ্গেল। গত বছর মুক্তি পাওয়া ‘১৯৮৯’ অ্যালবামের এই গানটি যৌথভাবে লিখেছেন সুইফট, ম্যাক্স মার্টিন ও শেলব্যাক। কিন্তু জেসি ব্রাহাম নামের এক গীতিকারের দাবি ২০১৩ সালে তাঁর লেখা ‘হেটারস গনা হেট’ থেকে চুরি করা হয়েছে গানটি। পরীক্ষা করে দুটি গানের বেশ কয়েকটি লাইনের মধ্যে মিলও পাওয়া গেছে। গান চুরির অভিযোগে এর মধ্যেই সুইফটের বিরুদ্ধে চার কোটি ২০ ডলারের (৩২৭ কোটি টাকা প্রায়) মামলা করেছেন ব্রাহাম। তবে এ বিষয়ে গায়িকার কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত বছর মুক্তি পাওয়া ‘শেক ইট অফ’ গানটি তিনটি শাখায় গ্র্যামি মনোনয়নও পেয়েছিল।