খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০১৫: যখনই আমার দিকে তাকায়, আমার খুব সেক্স করতে ইচ্ছা করে ওর সঙ্গে’, রিচা চাড্ডা, সংলাপ ‘ম্যায় ওর চার্লস’। পর্দার ইরোটিক আমেজ রীচা বজিয়ে রাখলেন বাস্তবেও। ‘ম্যায় অউর চার্লস’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে বাড়িয়ে দিলেন উত্তেজনার পারদ। প্রকাশ্যে রণদীপ-রীচা ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেট করেলেন সকলের দৃষ্টি। আর এই দৃশ্যই বন্দি হয়েছে চারফ্রেমে, যা এখন ভাইরাল হয়ে উঠেছে সাইবার দুনিয়ায়।
সিরিয়াল কিলার চার্লস শোভরাজের জীবন থেকে অনুপ্রাণিত ‘ম্যায় অউর চার্লস’। এখানে শোভরাজের ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুডা।
জানা গিয়েছে, ছবিতে একটি দীর্ঘ চুম্বন দৃশ্য রয়েছে নায়ক-নায়িকার। তারই আগাম ঝলক প্রচারের মঞ্চে দিয়ে রাখলেন রণদীপ ও রীচা। তবে অনেকেরই মতে এ চুমু কেবল ‘পাবলিসিটি স্টান্ট’।