Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খোলা বাজার২৪ ॥ বুধবার, ৪ নভেম্বর ২০১৫: কয়েক দিন আগেই খবর হয়েছিল, বিয়ের প্রস্তুতির জন্য মুম্বাইতে একসঙ্গে থাকা শুরু করবেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। এ জন্য ওরলি অ্যাপার্টমেন্টে বিলাসবহুল একটি ফ্ল্যাটও কিনেছেন। সোমবার হঠাৎই এই তারকা জুটির বিয়ের খবর নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। এক ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট দিয়েছেন, ‘২৩ জানুয়ারি বিরাট-আনুশকার বিয়ে।’ প্রমাণ হিসেবে সঙ্গে বিয়ের কার্ডও জুড়ে দিয়েছেন। ব্যস, মুহূর্তেই এ নিয়ে শুরু হয় আলোচনা। ঝড়ের গতিতে শেয়ার হতে থাকে এই পোস্ট। খানিক বাদেই বোঝা গেল, খবর ভুয়া। কার্ডে প্রচুর ভুল, এমনকি বিরাটের মা-বাবার নামও। ব্যাকরণগত ভুলের তো হিসাবই নেই। ভুল ধরা পড়ার পর সবাই গালাগাল দিতে শুরু করেন সেই ফেসবুক ব্যবহারকারীকে। অবস্থা বেগতিক বুঝে তিনি পোস্ট মুছে দেন।