Thu. Sep 18th, 2025
Advertisements

15খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: জীবন্ত নারীদের মধ্যে সবচেয়ে আবেদনময়ী (সেক্সিয়েস্ট ওম্যান এলাইভ) এমিলি ক্লার্ক। একেবারে রগরগে এ ছবিতে তাকে দেখা যায় বিবস্ত্র হয়ে উপুর হয়ে শুয়ে আছেন বিছানায়। তার দেহে সামান্য অন্তর্বাসটুকুও নেই। সেক্সিয়েস্ট ওম্যান এলাইভ খেতাবকে যেহেতু সম্মানের চোখে দেখা হয় তাই দৈহিক এ সৌষ্ঠব দেখাতে এমিলিও কার্পণ্য করেন নি। তার মাঝে যেটুকু সৌন্দর্য্য ছিল তিনি তা উজার করে তুলে ধরেছেন। এ বিষয়ে ম্যাগাজিনটির প্রকাশনা সংস্থা সামাজিক মিডিয়া ইনস্টাগ্রামে বলেছে, ম্যাগাজিনের ভিতরে রয়েছে আরও প্রচুর চমক। ইন্সটাগ্রামে তারা এমিলির প্রকাশযোগ্য ছবি দিয়ে তার ক্যাপশনে বলেছে ‘ভদ্র মহোদয় ও ভদ্র মহোদয়াগণ হয়তো আমরা এমিলি ক্লার্ককে উপস্থাপন করতে পেরেছি।
তিনি আমাদের সেক্সিয়েস্ট ওম্যান এলাইভ। ভিনসেন্ট পিটারস ফর এস্কয়ার ।’ ম্যাগাজিনটির অনুসরণ করেন যারা তাদের জন্য একটি ভিডিও শেয়ার দিয়ে বলা হয়েছে বলুন তো ইনি কে। এরপর থেকে তারা তাদের মন্তব্য দিয়ে যাচ্ছেন। কেউ বলছেন তিনি বেশ ভাল যৌন আবেদন সৃষ্টি করেছেন। তিনি একই সঙ্গে একজন রাণীর ভূমিকায় অভিনয় করতে পারেন । একটি শিশুর বোনের চরিত্রে অভিনয় করতে পারেন। আরও অনেক কিছু পারেন। এখানে উল্লেখ্য, ২০০৪ সাল থেকে এস্কয়ার ম্যাগাজিন প্রতি বছর দ্য সেক্সিয়েস্ট ওম্যান এলাইভ খেতাব দিয়ে আসছে। এর আগে এ খেতাব পেয়েছেন মিলা কুনিস, অ্যানজেলা জোলি, হলে বেরি। দু’বার এ খেতাব পেয়েছে স্কারলেট জোহানসন। গত বছর এ খেতাব গেছে পেনিলোপে ক্রু জের ঘরে।