Tue. Sep 23rd, 2025
Advertisements

16খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: ভারতের সেন্সর বোর্ডে দীর্ঘ দিন আটকে থাকার পর ছাড়পত্র পেয়েছে সানি লিওনির নতুন সিনেমা ‘মাস্তিজাদে’। মাত্রাতিরিক্ত অশ্লীলতার অভিযোগে মুক্তি আটকে গিয়েছিল সিনেমাটির। এখন শোনা যাচ্ছে, সিনেমায় স্ট্রিপটিজও করতে দেখা যাবে সানি লিওনিকে।
ধীরে ধীরে আবরণ খুলে দেহকে উন্মুক্ত করার মাধ্যমে যৌনাকাক্সক্ষা জাগিয়ে তোলার এই বিশেষ ধরণের নাচের নৈপুণ্য দেখিয়েছেন ‘উই আর দ্যা মিলারস’ সিনেমায় জেনিফার অ্যানিস্টন ও ‘স্ট্রিপটিজ’ সিনেমায় ডেমি মুর। আর বলিউড হাঙ্গামা বলছে, এই তারকারাই মূলত সানি লিওনিকে অনুপ্রেরণা জুগিয়েছেন।
খবরটি নিশ্চিত করে ‘মাস্তিজাদে’র পরিচালক মিলাপ জাভেরি বলেন, “সানি খুবই সুন্দরভাবে দৃশ্যটি পর্দায় ফুটিয়ে তুলেছেন। আমি জোর গলায় বলতে পারি, এমনভাবে আজ পর্যন্ত কোন বলিউড অভিনেত্রী স্ট্রিপটিজের দৃশ্যে অভিনয় করতে পারেননি।”
জাভেরি আরও জানান, এই দৃশ্যটি সিনেমায় আলাদা গুরুত্ব বহন করছে।
সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন সানি। তুষার কাপুর ও ভির দাস ছাড়াও ‘মাস্তিজাদে’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে রিতেশ দেশমুখকে। সেক্স-কমেডি ‘মাস্তিজাদে’ মুক্তি পাবে ৪ ডিসেম্বর।