Tue. Oct 14th, 2025
Advertisements

85খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০১৫: আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। শারজাহ টেস্টের তৃতীয় দিনে মালিক আচমকা অবসর ঘোষণা করেন। অবসর নেওয়ার সময় মালিক বলেন, ‘এটাই সঠিক সময়।’ পাঁচ বছর পর পাকিস্তান টেস্ট দলে ফেরেন শোয়েব মালিক। ফিরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরিও করেন। পরের ইনিংসগুলোতে ভালো ব্যাটিং করতে না পারলেও বোলিং করে সে শূন্যতা পূরণ করেন শোয়েব। শারজাহ টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট দখল করেন তিনি। টেস্টে এটা তার সেরা বোলিং ফিগার।
অবসর ঘোষণা দিয়ে টুইটারে মালিক লেখেন, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।’ শোয়েব মালিকের হঠাৎ অবসরে হতাশ পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ। নিজের টুইটার অ্যাকাউন্টে হাফিজ লিখেছেন, ‘শোয়েব মালিকের অবসর ঘোষণায় সত্যি আমি হতাশ। তবে আমি তার সিদ্ধান্তকে সন্মান জানাই। প্রার্থনা করি, তার ভবিষ্যৎ সুন্দর হোক।’
শোয়েবের অবসর নিয়ে টুইট করেছেন সোহেল তানভিরও। তিনি লিখেছেন, ‘অসাধারণ টেস্ট ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। অনেক কিছু দিয়ে জাতিকে তুমি গর্বিত করেছ। ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য শুভেচ্ছা রইল।