খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: হেট স্টোরি ৩’ ছবির ট্রেলর মুক্তির পর রীতিমত ইউটিউবে ঝড় তুলেছিল। পুরো ট্রেলর জুড়েই যে অন্তরঙ্গ দৃশ্য। ইতিমধ্যে কোটি দর্শক দেখে ফেলেছেন এই ট্রেলর।
আর ট্রেলরের পর এই ছবির প্রথম ‘তুমহে আপনা বানা কা’ শিরোনামের গানটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। কারণ ছবির ট্রেলরের মতো এই গান অন্তরঙ্গ দৃশ্যে ভরপুর।
গানটিতে জেরিন খান আর শারমান জোশির অন্তরঙ্গ দৃশ্য দেখা গেছে। এবার মুক্তি পেল এই ছবির আরেকটি গান। ‘তু ইশক মেরা’ গানটি আগের গানের চেয়ে আরও বেশি ‘বল্ড’। গানে ডেইজি শাহ আর করণ সিং গ্রোভার এর ঘনিষ্ঠ দৃশ্য আবারো প্রমাণ করল যে এই ছবিটির মুখ্য বিষয় যৌনতা।
দিওয়ালির আগে একের পর এক ধামাকা দিচ্ছেন বিশাল পাণ্ডে।