খোলা বাজার২৪ ॥শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫: শাহরুখের বাংলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তার ও খান পরিবারের নিরাপত্তার কথা ভেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মান্নতের সামনে।
গত ২ নভেম্বর ৫০তম জন্মদিনে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘ভারতে এখন অসহিষ্ণুতা চরমে উঠেছে। শিল্প-সংস্কৃতি কোনো জাত কিংবা ধর্মের বেড়াজালে আটকে থাকতে পারে না। এটা যদি করা হয় তাহলে আমরা প্রতি পদক্ষেপে পিছিয়ে যাচ্ছি।’ এমন মন্তব্যের পর বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী ‘পাকিস্তানি দালাল’ বলেও অভিহিত করেন শাহরুখকে। বিজেপির পক্ষ থেকেও তাকে ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দেওয়া হয়।
২০১০ সালে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নেয়ার কথা বলে শিবসেনার বিরাগভাজন হয়েছিলেন শাহরুখ। তখন থেকেই তার বাংলো মান্নতে সরকারিভাবে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। জানা গেছে, মান্নতে অর্ধশত পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকেন রোজ। পরিস্থিতির কারণে তাদের সঙ্গে আরও ২৫ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।