Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: প্রথমবার সিনেমা নির্মাণ করছেন গুণী টিভি নাট্যনির্মাতা সুস্ময় সুমন। ‘তোকে হেব্বি লাগছে’ শিরোনামের সিনেমাটির প্রায় ৬০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। এতে জুটি হয়ে অভিনয় করছেন মেহমুদ ও আইরিন।
সিনেমাটির একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন ইন্ডিয়ান আইডল-খ্যাত সঙ্গীতশিল্পী মনিশা। গেল সপ্তাহে কলকাতার হারমনি স্টুডিওতে গানটির কণ্ঠধারণ হয়েছে। সুদীপ কুমার দীপের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন।
নির্মাতা সুস্ময় সুমন বলেন, ‘এই গানটির দৃশ্যধারণ এ মাসেই হবে। গানটিতে আইটেম গার্ল হিসেবে কে থাকবেন? সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে গানটিতে নায়কের সঙ্গে একজন আইটেম গার্লকে নাচতে দেখা যাবে। উত্তরা ও গাজীপুরে দৃশ্যধারণ হবে।’
আইরিন ও মেহমুদ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন কাজী উজ্জল, শিখা, মৌ, শাহিন জুয়েল, সেতুসহ অনেকে। সিনেমার সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। ছবিটি প্রযোজনা করছে আনকমন ফিল্ম।