Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: আগামী ২০ নভেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কংগ্রেস অন এইডস ইন এশিয়া প্যাসিফিক (আইসিএএপি)-এর ১২তম সম্মেলন। চার দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে ২৩ নভেম্বর।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলনের শুভেচ্ছা দূত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। এই তথ্য জানান অনন্ত।
তিনি বলেন, ‘এটি খুবই সম্মানজনক একটি কাজ। এবার ঢাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ২৬টি দেশের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী উপস্থিত থাকবেন। এ ছাড়া প্রায় আড়াই হাজার বিদেশী প্রতিনিধি অংশ নেবেন। এত বড় আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভাল লাগছে।