খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: মাস কয়েক আগের কথা। তখন প্রথমবারের মতো চিকিৎসার জন্য চেন্নাইয়ের গিয়েছেন দিতি।ডাক্তার কি পরামর্শ দিচ্ছেন, দিতি অবস্থা কেমন? তাকে কোথায় রাখা হয়েছে! দিতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পূর্ব মুহুর্তের ভেংচি কাটা হাসি মুখ।
এমন নানা ছবি ফেসবুকে পোস্ট করে ব্রেনটিউমারের সঙ্গে লড়ে যাওয়া এক সাহসি মায়ের খবর জানিয়েছেন দিতির মেয়ে লামিয়া চৌধুরী। তার দেওয়া পোস্টগুলো থেকেই প্রিয় নায়িকার খবরাখবর জেনেছে দিতির ভক্ত ও কাছের মানুষেরা।
দিতির মস্তিষ্কে প্রথম অস্ত্রোপচার হয় ২৯ জুলাই। এর কয়েক মাস পরে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার এর জন্য ৩ নভেম্বর দুপুরে দিতিকে নিয়ে যাওয়া হয় ইনস্টিটিউট অব অর্থোপেডিকস এ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে। বৃহস্পতিবার সকাল সাতটায় তার অস্ত্রোপচার। শুক্রবার দুপুর পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখার পরে তাকে নিয়ে আসা হয় কেবিনে।
গত বারের মতো এইবারও সারাক্ষণ মায়ের সঙ্গে সঙ্গেই আছেন দিতির মেয়ে লামিয়া। লামিয়ার পোস্ট করা দিতির ছবিই বলে দিচ্ছে ধিরে ধিরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন দিতি।
তবে এরই মধ্যে অনেকেই লামিয়াকে দিতির ছবি পোস্ট না করার পরামর্শ দিয়েছেন। তবুও অবিচল দিতিকন্যা।
লামিয়া বললেন ,‘সবাই জনপ্রিয় নায়িকা দিতিকে চেনেন। আমার মা দিতিকে চেনেন কজন! আমি দুঃখিত। আমি যার ছবি পোস্ট করছি তিনি নায়িকা দিতি নন! তিনি আমার মা দিতি। মাঝে আমার মা এতটায় অসুস্থ হয়ে পড়ে ছিলেন কোন অনুভুতিই ছিলো না তার। মা কথা বলছিলেন না, হাসছিলেন না। সেই অবস্থা থেকে তিনি ফিরে এসেছেন। আবার হাসছেন আবার কথা বলছেন। সেই সব ছবিই আমি পোস্ট করেছি।সবাই আমার মায়ের জন্য প্রার্থনা সুস্থতার জন্য দোয়া করবেন এই চাওয়া।’
সব মিলিয়ে আসার কথা হলো সুস্থতার দিকে ফিরছেন দিতি। হাসি মুখের মা দিতিকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় তার প্রিয়জনেরা।