খোলা বাজার২৪ ॥ রবিবার ৮ নভেম্বর ২০১৫: রণবীর কাপুর ও রণবীর সিং- দু’জনের সঙ্গেই দারুণ মানায় দীপিকা পাড়ুকোনকে। তাদের একজন (কাপুর) তার প্রাক্তন প্রেমিক, অন্যজন (সিং) বর্তমান প্রেমিক। এতোদিন দুই রণবীরের সঙ্গে আলাদাভাবে দেখা গেছে তাকে। এবার তিনজনের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পোস্ট করলেন বলিউডের এই অভিনেত্রী।
রণবীর কাপুর ও দীপিকার নতুন ছবি ‘তামাশা’র প্রচারণামূলক অনুষ্ঠানে শুভকামনা জানাতে হাজির হন রণবীর সিং। সেখানেই তিনজন পাশাপাশি হাসিমুখে দাঁড়ান আলোকচিত্রীদের সামনে। টুইটারে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী রসিকতার সুরে লিখেছেন, ‘আমি ও আমার দুই আবেদনময় পুরুষ!! দুই রণবীরকে একসঙ্গে সামলাতে গেলে হিমশিম খেতে হবে সবাইকে! দু’জনের জন্যই রইলো ভালোবাসা।’
কোন রণবীরের সঙ্গে দীপিকাকে বেশি আকর্ষণীয় মনে হয়, এ নিয়ে সম্প্রতি দীপিকা ও রণবীর সিং দু’জনকেই প্রশ্নের সামনে পড়তে হয়েছে। উত্তরে রণবীর সিং পিটিআইকে বলেন, ‘অবশ্যই আমার সঙ্গে। এ নিয়ে কি প্রশ্ন হতে পারে?’ কিন্তু নির্মাতা করণ জোহরের একই প্রশ্নের উত্তরে দীপিকা কিন্তু আলাদা করে একজনের নাম উল্লেখ করেননি।
ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’র মুক্তি পাবে আগামী ২৭ নভেম্বর। আর রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার ‘বাজিরাও মাস্তানি’ প্রেক্ষাগৃহে আসবে আগামী ১৮ ডিসেম্বর। সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় এতে প্রিয়াঙ্কা চোপড়াও অভিনয় করেছেন।