Wed. Oct 15th, 2025
Advertisements

57খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: সকালে কী দিয়ে নাশতা করেছেন সেটা আপনি জানেন। কিন্তু বাকিরা তো জানে না। অথবা এই যে সেদিন নতুন যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াদাওয়া করে এলেন, সেগুলোর ছবিও আপনার মনমতো হয়নি। কারণ খাবার খাওয়ার সময় তো ছবি তুলতে পারেননি!
এ ধরনের যাদের সেলফিপ্রীতি, তাদের জন্য সেলফি চামচ তৈরি করেছে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিন্নামন টোস্ট ক্রাঞ্চ এবং ম্যাককান এজেন্সি। সেলফি চামচের আইডিয়াটা অবশ্য খুবই সাধারণ। সেলফি স্টিকের সঙ্গে শুধু একটা চামচ জুড়ে দেওয়া হয়েছে।
বাদবাকি সেলফি স্টিক দিয়ে যেভাবে ছবি তোলা হয়, সব সে রকমই আছে। নির্মাতা প্রতিষ্ঠান বলছে, এটা বাকিরা সবাই খুব পছন্দ করবে।
তবে সেলফি চামচ হয়তো খুব বেশিদিন বাজারে পাওয়া যাবে না। কারণ সিন্নামন টোস্ট ক্রাঞ্চের পণ্যের সঙ্গেই এটি দেওয়া হচ্ছে এবং এই সুযোগ সীমিত সময়ের জন্য। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
আইওএস, অ্যানড্রয়েড বা উইন্ডোজ যে কোনো অপারেটিং সিস্টেমে চালিত ফোন দিয়েই ব্যবহার করা যাবে সেলফি চামচ।