Wed. Oct 15th, 2025
Advertisements

72খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: প্রকাশক আহমেদুর রশিদ টুটুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার রাত সোয়া ৭টায় হাসপাতাল ছেড়ে চলে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক খাজা আব্দুল গফুর জানান, শারীরিকভাবে সুস্থ হওয়ায় টুটুলকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আহত রণদীপম বসুকেও দুয়েকদিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। তারেক রহিম সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতালে থাকবেন।
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ৩১ অক্টোবর বিকেলে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।
একই দিন মোহাম্মদপুরের লালমাটিয়ার সি ব্লকের ৮/১৩ নম্বর বাসায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রুশীদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম গুরুতর আহত হন। পরে দুর্বৃত্তরা কার্যালয়ে তালা লাগিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে বিকেলে মোহাম্মদপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
ওই প্রকাশনা দুটি থেকে বিজ্ঞানমনা লেখক নিহত অভিজিৎ রায়ের বই প্রকাশ করা হতো। চলতি বছরের ২৬ ফেব্র“য়ারি রাত সাড়ে ৮টার দিকে বইমেলা থেকে ফেরার সময় টিএসসি মোড়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন অভিজিৎ রায়। গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। তার হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।