Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

75খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: টি-২০ মানেই চার ছক্কা আর ধূমধারাক্কার মার, আর সেখানে নাচে গানে আর চিয়ার্স লিডারদের,দর্শকদের আনন্দ উন্মাদনা থাকবে না তাতো হতেই পারে না। সে লক্ষ্যে নিজেদের সর্বোচ্চ সামর্থ উজাড় করে দিচ্ছে আয়োজকরাও।
আগামী ২০ নভেম্বর রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উদ্বোধনী কনসার্ট অনুষ্ঠিত। আর এবারের অনুষ্ঠানে দর্শকদের মান মাতোয়ারা করার জন্য আসছেন বলিউড ড্যান্স মাস্টার, ব্লাস্টার তারকা হৃতিক রোশান। এবারই প্রথম বাংলাদেশের ক্রিকেট মঞ্চ মাতাতে আসছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী কনসার্টে তার সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে শ্রীলঙ্কান হট গ্লার্স সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ।
জমকালো এই মঞ্চে আরো থাকবেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কেকে, এছাড়াও থাকবেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড এলআরবি, বাংলার কুকিল খ্যাত মমতাজ ও চিরকুট ব্যান্ডের সদস্যরা।
‘এই দেশেতে ষোল কোটি মানুষই ক্রিকেটমনা/ কে জানে না পৃথিবীতে, আমাদের উন্মাদনাৃ’ শিরোনামের বিপিএলের এ থিম সং পরিবেশন করবেন কনা, কোনাল ও তাসনুভ নেওয়াল রহমান। তবে এ গানের শিল্পী কুমার বিশ্বজিৎ ও লিজা দেশে না থাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এদিন বিকাল ৩টায় স্টেডিয়ামের মূল ফটক খোলা হবে।
ইতোমধ্যে অনুষ্ঠানের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। ইজি ডটকম থেকে কেনা যাচ্ছে টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ড, গোল্ড টিকেটের মূল্য যথাক্রমে- ২ হাজার ও ১০ হাজার টাকা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে চ্যানেল নাইনে।