Fri. Aug 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: মায়ের মতোই বাংলা সিনেমায় কাজ করতে উৎসাহী বলিউড অভিনেত্রী সোহা আলী খান। বাঙালি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা বলছেন, বাংলা সিনেমায় নারী চরিত্রগুলো অর্থবহ এবং গুরুত্বপূর্ণ হয়ে থাকে আর ঠিক তেমন চরিত্রেই কাজ করতে চান তিনি।
অবশ্য টালিগঞ্জের সিনেমায় নতুন নন শর্মিলা তনয়া। ‘ইতি শ্রীকান্ত’ এবং ‘অন্তরমহল’- এর মতো সিনেমায় এরই মধ্যে অভিনয় করেছেন তিনি।
বাংলা সিনেমা নিয়ে কথা বলতে বলতেই উঠে এলো সোহার মায়ের প্রসঙ্গ। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে সোহা বললেন, “মায়ের অভিনীত ‘দেবী’ সিনেমাটি আমার খুব প্রিয় আর আমি দেখতে মায়ের মতো। অনেকে বলে আমি বাঙালি চেহারার অধিকারী।
আমি বাঙালি অভিনেত্রীদের মতো শক্তিশালী চরিত্রগুলোতে অভিনয় করতে চাই।”
আরো বললেন, ‘দেবী’ ছাড়া ‘অপুর সংসার’ সিনেমাটি তাকে অনুপ্রাণিত করে।
“আমি এরই মধ্যে ‘অন্তরমহল’- এ প্রয়াত ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করেছি। তার সঙ্গে আরো কাজ করার ইচ্ছা ছিল। ইচ্ছা আছে, গৌতম ঘোষ এবং অপর্ণা সেনের মত গুণী পরিচালকের সঙ্গে কাজ করার।

অন্যরকম