Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

64খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: বিদেশি ছোকরার প্রেমে পড়েছেন বলিউড গার্ল। প্রিয়াঙ্কা চোপড়ার লাভ লাইফ নিয়ে এই খবরই ঘোরাফেরা করছে বলি দুনিয়ায়। খবর রটেছে, আমেরিকায় কোয়ান্টিকোর শ্যুটিং-এর ফাঁকে, লস এঞ্জেলেসের এক যুবকের সঙ্গে ইদানিং ডেটিং-এ যেতে দেখা যাচ্ছে পিগি চপসকে।
কোয়ান্টিকো দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ডেবিউ করার পর এবার বিদেশি এক যুবকের প্রেমে মজেছেন বলিউড গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সূত্র বলছে, সম্প্রতি এক মার্কিনি যুবকের সঙ্গে মাঝেমধ্যেই ডেটিং-এ বেরোচ্ছেন বলিউডের মেরি কম। কিন্তু ছেলেটির পরিচয় এখনও লোকচক্ষুর আড়ালে। যেটুকু শোনা যাচ্ছে তা হল, প্রিয়াঙ্কার এই নতুন প্রেমিক নাকি লো প্রোফাইল মেন্টেন করেন। শান্তশিষ্ট স্বভাবের, প্রচার বিমুখ। লাইমলাইটে আসার এক্কেবারে বিরোধী।
সবকিছু ঠিকঠাক চললে, এই বিদেশি মুন্ডার সঙ্গেই কোয়ান্টি গার্লের সংসার পাতার পরিকল্পনা রয়েছে বলে খবর রটেছে। তবে, এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কেউই। এর আগে, বলিউডের অভিনেতা আসিম মার্চেন্ট, শাহিদ কাপুর, হরমন বাওয়েজার সঙ্গে নাম জড়িয়েছিল এই ফ্যাশন ডিভার।