Wed. Oct 15th, 2025
Advertisements

79খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: প্রথম সারির তারকারা তার সঙ্গে অভিনয় করতে সংকোচ বোধ করেন বলে শোনা যায়। অবশ্য ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনি দমবার পাত্রী নন। এবার প্রতিভাবান অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে দেখা যাবে তাকে।
ডিএনএ বলছে, আগামী সিনেমায় ‘মাঝি দ্য মাউন্টেইন ম্যান’ খ্যাত এই অভিনেতার নায়িকা হতে চলেছেন সানি, যেটি পরিচালনা করবেন সালমান খানের ভাই সোহেল খান।
গতানুগতিক ধারার বাইরে গিয়ে আজকাল অনেক অভিনেত্রীই জুটি বাঁধছেন। ‘পিকু’ সিনেমায় দিপিকা পাড়ুকোন-ইরফান খানের জুটি সাদরেই গ্রহণ করেছেন দর্শক। কাজেই আশা করা যায় ‘বেবি ডল’ সানির সঙ্গে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ তারকার জুটিও পছন্দ করবেন সিনেমাপ্রেমীরা।
সানি লিওনি বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সেক্স-কমেডি ‘মাস্তিজাদে’র প্রচারের কাজে। সিনেমাটি মুক্তি পাবে ৫ ডিসেম্বর।