খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: ২৪ বছরের দাম্পত্য জীবনের ইতিটা এক মিনিটেরও কম সময়ে টানলেন ‘মি. বিন’ খ্যাত ব্রিটিশ কৌতুকাভিনেতা রোয়ান অ্যাটকিনসন। অবশ্য বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে স্ত্রীর সঙ্গে তার সম্পর্কে ছেদ পড়েছে বহু আগেই।
১৯৯০ সালে বিবিসির সাবেক মেকআপ শিল্পী সুনেত্রা শাস্ত্রীকে বিয়ে করেন অ্যাটকিনসন। ২০১৪ সাল থেকে আলাদাভাবে বসবাস করতে শুরু করেন তারা। কারণ হিসেবে ধরা হচ্ছে, অভিনেত্রী লুইস ফোর্ডের সঙ্গে অ্যাটকিনসনের সম্পর্ককে। ৩২ বছর বয়সী লুইসের সঙ্গে ১৮ মাসেরও বেশি সময় ধরে প্রেম করছেন ৬০ বছর বয়সী অ্যাটকিনসন।
অযৌক্তিক ব্যবহারের কারণ দেখিয়ে নিজেদের দাম্পত্য সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি টানেন অ্যাটকিনসন ও শাস্ত্রী । পারিবারিক আদালতে ৬০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে শুনানির মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়। শুনানির সময়ে তাদের কেউই আদালতে উপস্থিত ছিলেন না।
এক সূত্র বলছে, ৫৪ বছর বয়সী সুনেত্রা অল্প বয়সী এক নারীর প্রতি অ্যাটকিনসনের দুর্বল হয়ে পড়ার বিষয়টি একদমই মেনে নিতে পারছেন না।