খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: কোনও মতে নিজেকে সামলে নিয়ে বলছেন, ‘দয়া করে চুপ করুন তো।’
আসলে, আনুশকাকে নিয়ে তো আর মানুষের কৌতূহলের অন্ত নেই। বিশেষ করে কৌতূহলের কেন্দ্রে রয়েছে তার আর বিরাট কোহলির সম্পর্কটা। সবাই জানতে চাইছেন, কবে বিয়েটা সেরে ফেলছেন তারা! সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাংবাদিকদের প্রশ্নবান সবেতেই থেকেই যাচ্ছে এই বিয়ে নিয়ে খোঁচাখুঁচি। তাই ইদানিং বিয়ের কথা উঠলেই রেগে যাচ্ছেন নায়িকা! কিন্তু, তাতে কৌতূহল কমছে কই? তাই বাধ্য হয়েই মুখ খুললেন আনুশকা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতেছিলেন আনুশকা। সেখানেই এক ভক্ত নানা কথার মাঝে হঠাৎ করে তুলল নায়িকার বিয়ের প্রসঙ্গ। এনিয়ে-বিনিয়ে ভক্তর বক্তব্য, ‘একটা প্রশ্ন তো সব জায়গাতেই করা হয় আপনাকে। আপনি হয়তো এটা শুনতে শুনতে ইদানিং বিরক্তও। তাও জিজ্ঞেস করছি বিয়েটা কবে করছেন আপনি?’
এর পরেই ভদ্রতা রক্ষা করে ভেসে আসে আনুশকার সপাট জবাব, ‘ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাই না। আর কোনো বেয়াড়া প্রশ্ন করবেন না।’