Mon. Sep 15th, 2025
Advertisements

46খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: তামিলনাড়ুতে বিগত ৫ দিনে ভারিবৃষ্টিপাতে কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এখনও প্রদেশটির কয়েকটি অঞ্চলে ভারিবৃষ্টিপাত হচ্ছে। খবর এনডিভির।
খবরে বলা হয়, ভারি বৃষ্টিপাতে রাজ্যের রাজধানী চেন্নাইয়ের অনেক এলাকা প্লাবিত হয়েছে। প্লাবনের কারণে রাজ্যের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া স্কুল-কলেজও বন্ধ রয়েছে।
বিগত ২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত কারণে ৭ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কাছে কোন ত্রাণবহর পৌঁছায়নি। আগামী ২৪ ঘণ্টায়ও ভারিবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গত রাত থেকে চেন্নাইয়ে ১৪.৯ সেন্টিমিটার হারে বৃষ্টিপাত হয়েছে।