Mon. Sep 15th, 2025
Advertisements

47খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার বলেছেন, খারাপ আচরণের অভিযোগে তার একজন পদস্থ সামরিক সহযোগীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
তিনি আরো বলেছেন, খারাপ আচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে পদস্থ সামরিক সহযোগী লে.জেনারেল রন লুইসকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অবশ্য এ বিষয়ে বিশদ আর কিছু জানান নি তিনি। কার্টার আরো বলেন, মার্কিন প্রতিরক্ষা দফতরে চাকরিরত উচ্চপদস্থ সব নারী ও পুরুষের কাছ থেকে যথাসম্ভব সর্বোত্তম আচরণ আশা করেন তিনি। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। কৃষ্ণাঙ্গ সেনা কর্মকর্তা লুইসের আচরণের বিষয়ে তদন্তের জন্য পেন্টাগনের মহাপরিদর্শকের দফতরকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। খবর-রেতে।
এদিকে, ঠিক কি আচরণ করার জন্য লুইসকে সরিয়ে দেয়া হয়েছে কার্টার তার বিশদ বিবরণ না দিলেও ওই সহযোগীকে ‘অবৈধ সম্পর্কের’ জন্য সরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজ। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে চ্যানেলটি। তবে ফক্স নিউজও এ সম্পর্কে আর কিছু জানায়নি।
কার্টার ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তার শীর্ষস্থানীয় সেনা সহযোগী হিসেবে কাজ করেন লুইস। এ ছাড়া, পেন্টাগনের প্রধান মুখপাত্র হিসেবেও কাজ করেছেন তিনি। অবশ্য চলতি বছরের গোড়ার দিকে কার্টার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আবার তার সঙ্গে কাজ করার জন্য ফিরে আসেন লুইস। তিন তারকা জেনারেল লুইসকে পেন্টাগনের উদীয়মান নক্ষত্র হিসেবে মনে করা হতো।
তার দফতরটি কার্টারের দফতরের পাশেই ছিল। পেন্টাগনে গুরুত্বপূর্ণ এই এলাকা ই-রিং নামে পরিচিত। এ ছাড়া, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কার্টারের বিদেশ সফরের সময়ে নিয়মিতই তার সফরসঙ্গী হতেন লুইস।