Fri. Oct 17th, 2025
Advertisements

50খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: দুই ম্যাচের টোয়েন্টি২০ সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। মাশরাফির ৫ম বলে লিটন দাশের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন সফরকারী দলের ওপেনার সিকান্দার রাজা।
সাজঘরে ফিরে যাওয়ার আগে ৫ বলে তার সংগ্রহ ৪ রান।
বিকাল ৫টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও জিটিভি।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।