খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: বাংলালিংক কল ব্লকের বিজ্ঞাপনচিত্রে আমব্রিনকে প্রথম মডেল হিসেবে উপস্থাপন করেন তানভীর হাসান। এখন পর্যন্ত ১৩-১৪টি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বনফুল, বসুন্ধরা, বেঙ্গল ও বাংলালিংকের বিজ্ঞাপনচিত্র।
বিপিএল-এর তৃতীয় আসর ঘনিয়ে এসেছে। ২০ তারিখ হচ্ছে জমকালো উদ্বোধন। তবে এবারের আয়োজনে ডাক পাননি শিনা। তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি থাকলেও সেটি বাতিল করেছে বিপিএলের সম্প্রচার কর্তৃপক্ষ চ্যানেল নাইন।
আর নতুন চমক হিসেবে ভারত থেকে ঢাকায় আসছেন মিস ইন্ডিয়ার সেমি ফাইনালিস্ট পামেলা ভাদুরী। তিনি স্টার স্পোর্টসের উপস্থাপক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান বলেন, এবারের আসরে আমরা অনেক যাচাই-বাছাই এবং স্ক্রিন টেস্ট শেষে ভারত থেকে পামেলা আর বাংলাদেশ থেকে আমব্রিনকে চূড়ান্ত করেছি। এ নির্বাচনের বিষয়টি আমরা অনেক লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ করেছি। কারণ আমাদের অতীত অভিজ্ঞতা খুব বেশি সুখকর ছিল না।
আমব্রিন বলেন, আমি খুব আনন্দিত হয়েছি খবরটি শুনে। এরকম একটা অয়োজনে নিজেকে উপস্থাপিকা হিসেবে ভাবতেও যেন শিউরে উঠছি। সবাই দোয়া করবেন।
উল্লেখ্য, গত দুই আসরে বিপিএলের দেশীয় উপস্থাপক হিসেবে দেখা গেছে নওশীন, নাবিলা এবং মুনমুনকে। অথচ এবার এই তিনজনের একজনও থাকছেন না। তৃতীয় আসরের জন্য চূড়ান্ত হলেন লাক্স সুন্দরী মডেল অভিনেত্রী আমব্রিন।
উপস্থাপক-মডেল-অভিনেত্রীদের মধ্যে এবার আমব্রিনকেই সবচেয়ে যোগ্য মনে করেছে চ্যানেল নাইন ও বিপিএল কর্তারা।
বিপিএলের নতুন চমক আমব্রিন